
# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের নিষিদ্ধ আওয়ামীলীগ বিষ্ণুপুর ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাই (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল হাই বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ডিসেম্বর) দিবাগত রাতে বিষ্ণুপুরের তেলিপাড়া এলাকা নিজ বাড়ি থেকে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুল হাইকে গ্রেফতার করে রংপুর আদালতের মাধ্যমে পাঠানো হয়। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানে ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।#