
# মোঃ পরাগ হোসেন নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : সেনাবাহিনীর অভিযানে নওগাঁর মহাদেবপুরে একজন ইউপি সদস্য আটক। নওগাঁর জেলার মহাদেবপুর থানার ভালাইন গ্রামে মোঃ শামিম নামে ইউপি সদস্য আটক।
আটক কালে তার কাছে থেকে পাওয়া যায় ১০০ গ্রাম (৩ পুরিয়া) গাঁজা, ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭ পিচ ট্যাফেন্টাডল ট্যাবলেট সহ রাত ১২ টায় আটক হন।#