
গাছ কাটার প্রতীকী ছবি……………………
# মেহেরুল ইসলাম মোহন, লালপুর: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর(কামার পাড়া)এলাকায় পাকা রাস্তার পাশে বেড়ে উঠা সরকারি মেহগনি গাছ কর্তনের ঘটনায় ৪(চার)জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। রবিবার(২১শে ডিসেম্বর-২০২৫)দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে শাহজাহান আলীর ছেলে রাসেল আলী বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত অনিল কর্মকারের ৩ ছেলে সন্জয়,অষিত ও অশোক কর্মকার এবং অষিতের ছেলে উৎপল।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,অভিযুক্তরা রবিবার সকালে সরকারি এই মেহগনি গাছ কাটতে শুরু করলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা নিষেধ করা মাত্রই তাদের অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কুপে কুপে কিল ঘুষি মারতে আসে সেই সাথে প্রান নাশের হুমকি দিয়ে গাছ কেটে ফেলে। ঘটস্থলে লোকজন আসলে কাটা গাছ ফেলে রেখে তারা পালিয়ে যায়। এলাকাবাসীর পক্ষ থেকে রাসেল বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে লালপুর থানা জানিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেওয়া হবে।#