
বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ কার্যক্রম অভিযানের অংশ হিসেবে অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসান জাহিদ সরকার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। #