
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খোঁড়া গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, গর্তটির গভীরতা প্রায় ৩০ ফিট। নিমজ্জিত শিশুটির নাম মোঃ সাজিদ (২)। তার পিতা রাকিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির উঠানে খেলা করার সময় অসাবধানতাবশত শিশুটি হঠাৎ করে নলকূপের গর্তে পড়ে যায়। মুহূর্তেই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গর্তটি সরু ও গভীর হওয়ায় উদ্ধারকাজে চ্যালেঞ্জের মুখে পড়ছেন উদ্ধারকারীরা। ইতোমধ্যে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে সময় লাগতে পারে, তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সঙ্গে কাজ করছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য এলাকাবাসী দোয়া করছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।#