
আমি একা নই, আমার আছে… ….
বিশ্বাস আমিন
ভাবছো তুমি আমায় করে দিয়েছো একা? সে ভুল ভাঙুক আজ, দেখো চোখ তুলে! আমি তো নই নিঃস্ব, শূন্যের রেখা, জীবন আমার বাঁধা বহু স্নিগ্ধ মূলে।
আমার আছে বিশাল আকাশ—নীল ছায়া, সেথা ভাসে শত মেঘ, আলোর কণা। আছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা—মায়ার নক্ষত্রপুঞ্জ, জ্বেলে দেয় আলপনা। আমার পাশে হাসে স্থির পাহাড়-চূড়া, বক্ষে বয়ে চলে উদ্দাম নদীর স্রোত। বিল, সমুদ্র, ঝর্ণা—বাঁধা এক সুতোয়, জুঁড়া, ঝর্ণার গান, সে তো মুক্তির অবিরত। ডাকে আমায় গাছপালা, সবুজ বন-বনানী, বালুচর ফেলে রাখে নিরালা চিহ্ন। পাখির নাচন, সে তো আনন্দেরই বাণী, হরিণ, ময়ূর—সবাই আমার নিত্য সঙ্গী ভিন্ন। ভীষণ গহীন আমাজন-এর কোল জুড়ে, সভ্যতার পরশ হতে দূরে থাকা সেই মানুষ, তাদের সাথেও আমার বন্ধন আছে জুড়ে, এই জগত জুড়ে আমার প্রেমের ফানুস। আর সবার উপরে, যাঁর দিকে পথ চেয়ে থাকা, আমার সৃষ্টিকর্তা, যাঁর হাতে সব ভার। আমার জীবন, মরণ, রুটি-রুজি তো রাখা, সুস্থ থাকা, ভালো থাকার মালিক—তিনি, আমার আল্লাহ! ঘুমে, জাগরণে, প্রতিটি অণুক্ষণ জুড়ে, তিনিই দিয়ে যান সারাক্ষণের সঙ্গ। একা হওয়া? সে ভাবনা গেছে বহু দূরে, আমি তো তাঁরই ছায়ায় পাই শান্ত রঙ্! ………………………………০…………………………..