1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ সদরে তিন দিনের মাথায় আবারো সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তল সহ আটক ১ রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা পত্নীতলায় খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল  রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময়- সময় টিভির  ও এখন টিভির সাংবাদিককে লাঞ্ছিত ও হামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে কামারগাঁয় নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া তানোরে সেমি ডিপ দখলকে কেন্দ্র করে মা- মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ গাজীপুরের কালীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ:  উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নওগাঁর হাট-বাজারে আগাম শীতের সবজির সরবরাহ বেড়েছে ,দাম সামান্য চড়া তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় পাবনায়ও চলছে পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্ম বিরতি

তানোরে সেমি ডিপ দখলকে কেন্দ্র করে মা- মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় সেমি ডিপ (গভীর নলকূপ) দখলকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়েকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই নারী বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ভুক্তভোগী মোসাঃ আলেয়া বিবি (৪০), স্বামী মৃত আব্দুল বারী, গ্রাম কৃষ্ণপুর, তানোর থানায় দায়ের করা এজাহারে জানান, তার স্বামী জীবিত অবস্থায় তানোরের ৩নং পাঁচন্দর ইউনিয়নের অন্তর্গত প্রাণপুর মৌজা (জেএল-৮২), আরএস-১০০ নং দাগে অবস্থিত ধানী জমি মোট ৫৬ একরের কাত ১৬ একর ও তদস্থ সেমি ডিপ স্থাপন করে পরিচালনা করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নিজেই সেমি ডিপটির রক্ষণাবেক্ষণ করে আসছেন। এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই ব্যক্তি নজরুল ইসলাম দুখু (৩৮) ও কামরুজ্জামান গতি (৪৫) ওই সেমি ডিপ দখলের উদ্দেশ্যে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এ নিয়ে আলেয়া বিবি আদালতে ১৪৪ ধারায় মামলা করেন যার নম্বর ৮৫৪ পি/২০২৫ (তানোর)। আদালত সেমি ডিপ দখল না করার বিষয়ে নিষেধাজ্ঞাও প্রদান করেন।

আলেয়া বিবির অভিযোগ, ২৯ নভেম্বর সকাল ৯টার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা বাঁশের লাঠি ও লোহার হাতুড়ি নিয়ে সেমি ডিপের পাশে উপস্থিত হয়ে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। তিনি বিষয়টি জানতে সেখানে গেলে ১ নম্বর আসামির নির্দেশে ২ নম্বর আসামি তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। মাটিতে পড়ে গেলে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়। তার মেয়ে মোসাঃ তাসমিন আক্তার টিলা (২২) এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী আসামিরা লোহার হাতুড়ি দিয়ে আলেয়া বিবিকে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটায়।

স্থানীয় বাসিন্দা টিলা বিবি (২২), নাইমুল ইসলাম (৫২ )ও আফান (৫০)সহ আরও কয়েকজন এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধারে সহায়তা করেন। পরে আহত অবস্থায় তাসমিন আক্তারকে চিকিৎসা দেওয়া হয় এবং আলেয়া বিবির অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন চিকিৎসক। হাসপাতালে ভর্তি থাকায় তার স্বাক্ষরিত এজাহারটি তাঁর ভাই মোঃ আব্দুস সোবহান থানায় জমা দেন বলে এজাহারে উল্লেখ আছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট