
# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার বেলাল হোসেন বুলবুল ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন। তিনি পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর গ্রামের বাসিন্দা নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নানের মেঝো ছেলে।
বেলাল হোসেন ২৫ তম বিসিএস এ বাংলাদেশ পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। এর আগে তিনি কমান্ড্যান্ট পুলিশ সুপার হিসাবে ইনসার্ভিস ট্রেইনিং সেন্টার বগুড়াতে কর্মরত ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপণে এ খবর জানা যায়।
বিসিএস (পুলিশ) ক্যাডারদের বদলী/ পদায়নের তালিকায় ৬৪ জনের তালিকায় ক্রমানুসারে ৪৪ নং ক্রমিক নাম্বারে তার নাম দেখা যায়। পদোন্নতির এ খবরে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এলাকাবাসীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।