
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় খায়েরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। শনিবার ( ২২ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর আভিযানিক দল আগেনয়াস্ত্র উদ্ধার করে। র্যাব-৫ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উদ্ধারকৃত অস্ত্রগুলো বাঘা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
সুত্র জানায়,গত ২৭ অক্টোবর’২০২৫ রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলা-গুলি হয়। উক্ত গোলা-গুলিতে ০১ জন ঘটনাস্থলেই নিহত হয় ও ০১ জন হাসপাতালে মারা যায়, এছাড়াও পরবর্তীতে নদীতে ০১ জনের লাশ পাওয়া যায়। চাঞ্চল্যকর নারকীয় হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইন-শঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে র্যাব।
গোয়েন্দা তথ্যমতে জেলার বাঘা থানাধীন পদ্মার তীরবর্তী চরাঞ্চলে উক্ত দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মাঝে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। গত ০৯ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গিয়েছিল। উক্ত অপারেশনের ধারাবাহিকতায় র্যাব-৫ শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বাঘা ঘানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, উপজেলার গড়গড়ী ইউনিয়ন এর খায়েরহাট চর এলাকা থেকে পুরাতন জংধরা অচল ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান এবং ১টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় র্যাব-৫ কর্তৃক উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জিডিমূলে জমা দেন। কোন আটক নেই। ।#