1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসা কলেজ নবাগত সভাপতি সাবেক জেলা প্রশাসক হারুনার রশীদকে সংবর্ধনা বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ: কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে কৃষি ভিত্তিক ইপিজেড গড়ে তোলা হবে : মো. নূরুল ইসলাম বুলবুল  যারা আমাকে বিজয়ী করেছিলো তারা সবাই আমার জন্য কাজ করছে:  সাবেক এমপি  সিরাজুল ইসলাম সরদার বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ:এ কে এম ফজলুল হক মিলন ধোবাউড়ায় মটোরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ, ভয়ে দুই গরু দিয়ে মীমাংসা বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি গোদাগাড়ীতে বিএনপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সাংবাদিক এফ এম বুরহান এর নানার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া উচ্চ আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না লালপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ পরিবার

বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ:এ কে এম ফজলুল হক মিলন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

বক্তব্যে তিনি বলেন, “বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদেশি সংস্কৃতি দেশে প্রবেশ করে যে আনন্দ উপভোগ করা হয়, তা আমাদের সমাজের প্রকৃত চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি থাকে, আর বাউল গান সেই সংস্কৃতিরই জীবন্ত প্রতিচ্ছবি। অতীতে যখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখন গ্রামেগঞ্জে, হাটবাজারে বাউল গানের আসর বসত, মানুষ সেখানে আনন্দ ও মানসিক শান্তি খুঁজে পেত।”

তিনি আরও বলেন, “আমি আজ আপনাদের মুরুব্বি, মা-বোনদের দোয়া নিতে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মিলেমিশে একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ধানের শীষ আমাদের জীবনের প্রতীক— উন্নয়নের, ঐক্যের, পরিবর্তনের। তাই আমি অনুরোধ করছি, আপনারা আবার আমাকে সুযোগ দিন, ধানের শীষে ভোট দিন। আপনাদের দোয়ায় উন্নয়নের ধারাবাহিকতা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।”

শুক্রবার (২১ শে নভেম্বর ২০২৫ ইং) সন্ধ্যার পর পূবাইল উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে পূবাইল থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবাইল থানা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও এম নজরুল ইসলাম , আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি সহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকার গান প্রেমী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট