1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় নারীর প্রতি সহিংসতা রোধে অংশীজনদের সমন্বয় কর্মশালা সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নমূলক কাজে নানা অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. আতিকুর রহমান বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তারের ৬মাসের কারাদন্ড নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা মিথ্যা মামলার  প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে  এক লাখ টাকা জরিমানা মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে আমার প্রত্যাশা: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে প্রতারণা করে গাড়ি নিয়ে যুবদল নেতা তন্ময় লাপাত্তা শিবগঞ্জে সড়ক দূর্ঘনায় সবজি বিক্রেতা নিহত

রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২, সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলে এই সাঁড়াশি অভিযান। অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, গোমস্তাপুর ও নাচোল থানা এলাকায় এবং নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর ও পোরশা থানায়।

রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযানে দুই জেলায় ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ। তাঁর সঙ্গে অংশ নেন পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ ও পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জসহ প্রায় ১২৫ জন কর্মকর্তা ফোর্স। নওগাঁয় নেতৃত্বে ছিলেন কম্যান্ডেন্ট, আরআরএফ (অতিরিক্ত ডিআইজি)। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার, নওগাঁ ও পুলিশ সুপার (ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ আরও ১২৫ জন সদস্য।

পুলিশ জানায়, এ অভিযানের মূল লক্ষ্য ছিল অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার করা।চিহ্নিত অপরাধী, দুষ্কৃতকারী, চোর, ডাকাত, অস্ত্রধারী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করা। অভিযানে মোট ৬৪ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত দের মধ্যে রয়েছে ডাকাত ১১ জন সন্ত্রাসবিরোধী কার্যকলাপে ৩ জন বিস্ফোরক আইনে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, চিহ্নিত চোর ৭ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন, মাদক সংশ্লিষ্ট ১৩ জন। অভিযানে উদ্ধার করা হয় রামদা ১টি, লোহার ছুরি ১টি, হাসুয়া ৪টি, ইলেকট্রিক করাত (ডাকাতি কাজে ব্যবহৃত) ১টি লোহার রড ৮টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট ১০০ পিস, চোলাই মদ ৪৬ লিটার, ইয়াবা ২০ পিস ও গাঁজা ৪৫০ গ্রাম।

পুলিশের দাবি, এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে। এতে এলাকায় অপরাধ প্রবণতা কমবে, ভোটকে কেন্দ্র করে নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড সৃষ্টির সম্ভাবনাও হ্রাস পাবে।

সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, আপনাদের মাধ্যমে এ সংবাদ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত হলে জনগণ আরও সচেতন হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতেও সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট