
# মোঃ মুক্তাদির হোসেন: রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছরের মক্কা জীবন কাটিয়েছেন সাহাবায়ে কেরামের তরবিয়ত ও জীবন গঠনের পেছনে। নবীজীর মোবারক আদর্শ মানুষকে অন্ধকার থেকে সরিয়ে আলোর পথ দেখিয়েছে। মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (দ.) এর মাধ্যমে দ্বীনের পূর্ণতা সাধিত হয়েছে এবং নবুওয়তের ধারা হয়েছে সমাপ্ত। তিনি শেষ নবী। এখন আর নতুন কোনো নবীর প্রয়োজন নেই। মীর্জা গোলাম আহাম্মদ কাদিয়ানী ও তার অনুসারীগণ অমুসলিম। কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবী করছি। রাসুল (সা:) এর জীবন আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ। নবী করিম (দ.) এর আর্দশ অসুরসন ব্যতীত আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব নয়। আল্লাহর আদেশ ও নিষেধ দু’টোই পালন করা ফরজ। সে হিসাবে আল কোরআনের আদেশ নিষেধ, ইসলামী শরীয়তের বিধি বিধান যথাযথ ভাবে পালন করতে হবে। তিনি মানুষের কাছে শুধু কোরআনের শিক্ষা দিয়ে চুপ ছিলেন না বরং নিজেকে কোরআনের জীবন্ত নমুনা হিসাবে তুলে ধরেছেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীর মুফতি আল্লামা গিয়াস উদ্দিন আত্ব তাহেরী বুধবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে হযরত ছাওয়াল শাহ্ (রহ.) এর ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে এ সব বলেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে হযরত ছাওয়াল শাহ্ (রহ.) এর ৩২ তম বার্ষিক ওয়াজ মাহফিলে মাজার পরিচালনা কমিটির সাবেক ইউপি সদস্য হাজী শেখ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীর মুফতি আল্লামা গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাদেরীয়া হামিদীয়া ওয়ালিয়া দরবার শরীফের পীরে কমেল আল্লামা হাফেজ ওয়ালী উল্লাহ্ আশেকী। নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার মাহফিলের উদ্বোধনী ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন ভারপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রার কাজী মো. জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএম গ্রুপের এমডি মো. মাহফুজুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নাগরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর আলম (পলাশ), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মতিন শেখ প্রমূখ।
বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, বিরতুল নুরে মদিনা হাসেমীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আবদুল মান্নান জেহাদী, দক্ষিণ সেনপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মো. আমিনুল ইসলাম, উত্তর সেনপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মো. মাহমুদুল হাসান সহ হাজার হাজার নারী পুরুষ মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন।#