
এফ এম বুরহান
ক্ষমতার মসনদে বসে আজ যারা মনে করছেন, দেশ এখন আপনাদের, আইন আপনাদের, আর মানুষের কণ্ঠস্বর আপনাদের কাছে তুচ্ছ, তারা ভুলে যাচ্ছেন ক্ষমতা কোনোদিনই চিরস্থায়ী নয়। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বহু নেতাই ভাবতে শুরু করেছে, এবার আর ভয় নেই, এবার যা খুশি তাই করা যাবে। ঠিক এই ভুল ধারণা থেকেই শুরু হচ্ছে অত্যাচার, প্রতিহিংসা, দলবাজি, দখলদারিত্ব, মানুষের উপর নিপীড়ন। তারা যেন অন্ধ হয়ে গেছে ক্ষমতার নেশায়, ঠিক সেই অহংকারই পতনের প্রথম সোপান।
ইতিহাস স্বাক্ষী, যারা ভাবত তাদের বিচার কখনো হবে না, আজ তারাই কঠিন বিচারের সামনে দাঁড়িয়ে আছে। একসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবাহ বার্ষিকীতেই মৃ/ত্যু/দ/ণ্ডের রায়ে পতিত; দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা আজ কারাগারে। তারা কি কখনো ভেবেছিল এমন দিন আসবে? এক মুহূর্তে ক্ষমতার গদি কাঁপে, এক সেকেন্ডে সম্মান ছিন্নভিন্ন হয়ে যায়, এটাই ইতিহাসের নির্মম বাস্তবতা। যারা এখন ক্ষমতায় আছেন, মনে রাখবেন, আজ আপনি শক্তিশালী, কাল হয়তো আপনিই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। যারা আজ নতুন ক্ষমতায় এসে অপকর্মে লিপ্ত, তারা ভাবছেন কেউ কিছুই করতে পারবে না। কিন্তু পতন কখনো আগাম জানিয়ে আসে না। এটি আসে ঝড়ের মতো, সবকিছু গুঁড়িয়ে দিয়ে। মানুষের চোখের পানি, অত্যাচারিতদের দীর্ঘশ্বাস, জনতার আর্তনাদ, এগুলোই ক্ষমতাকে মাটিচাপা দেয়।
মানুষের দোয়া একজন নেতাকে মহান করে, আর মানুষের অভিশাপ তাঁকে ইতিহাসের ঘৃণিত চরিত্রে পরিণত করে। একবার সেই দরজা খুলে গেলে আর ফিরে আসার পথ থাকে না। আল্লাহ তায়ালা সতর্ক করে দিয়েছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন; যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব থেকে সরিয়ে দেন। আজ আপনি ক্ষমতায় থাকা মানে এটা কোনো পুরস্কার নয়, বরং আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা। আর পরীক্ষায় যারা ব্যর্থ হয়, তাদের পতন এমন ভয়াবহ হয় যে তারা নিজের নাম উচ্চারণ করতেও লজ্জা পায়। এখনো সময় আছে। যারা অন্যায় করছেন, যারা ক্ষমতার নামে অত্যাচার করছেন, নিজেদের সংশোধন করুন। না হলে শেখ হাসিনার পরিণতি আপনাদের চোখের সামনে আছে, আইজিপির কা/রা/দ/ণ্ডও আপনাদের সামনে সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, ক্ষমতার গদি শক্ত নয়, মানুষের দোয়া-অভিশাপই এর আসল ভিত্তি। আর যখন সেই ভিত্তি ভেঙে পড়ে, কেউ টিকে থাকে না, কেউই না।# লেখক পরিচিতি: এফ এম বুরহান, তরুণ লেখক, শিক্ষার্থী, ইসলামের ইতিহাস, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা।