
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা : পাবনা-৪ আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবরা ধানের শীষে ভোট দেয়নি। ওরা কোনদিন বিএনপিও করেনি । ওরা শুধু চুরি, রাহাজানী, খুন, ডাকাতি করে বেড়িয়েছে। তাই ওরা বিএনপির মর্ম কি বুঝবে।
হাবিব সমর্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন,ওরা যদি কোনকিছু করে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করা হলে দ্যান এন্ড দ্যান প্রতিবাদ করা হবে। ওরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলনা। আর ১৭ বছরের আন্দোলনেতো থাকার কথাও নেই বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
শনিবার রাতে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিনেতা ফজলুর রহমানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ, ফারুক চেয়ারম্যান ও বিএনপিনেতা আনোয়ার হোসেন জনিসহ অন্যরা বক্তব্য দেন। এর আগে বিকেলে পৌর এলাকার নয় ওয়াড ও সাত ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে আলহাজ্ব সুতাকল মোড়ে জমায়েত করে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ৮ নভেম্বর বিকেলে পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি সামসুদদীন আহমেদ মালিথা এবং পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বের্ বৃহৎ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলহাজ্ব সুতাকল মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাজারের এক নং গেটে এসে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। নেতাকর্মীদের দাবির পক্ষে ঐক্যমত পোষণ করে পথসভায় বক্তারা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপির নীতিনির্ধারক নেতাদের পাবনা – ৪ আসনের সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে পুনঃবিবেচনা করার অনুরোধ করা হয়।#