
# রূপসা প্রতিনিধিঃ রূপসায় বিএনপি’র নেতার পরিচয়ে ইলাইপুর গ্রামের মৃত সফদার শেখের ছেলে সাইফুল ইসলাম এবং তার আপন দুই ভাই আবু তালেব ও তরিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগষ্টের পরে নিরিহ সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কায়দায় চাঁদা আদায়, সংখ্যালঘু সম্প্রদের ঘের দখল, জোর করে নিজেকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা করা, মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিকাশে টাকা নেওয়া, ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে গরীব মেহনতি মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া সহ রয়েছে বিভিন্ন ধরনের অপকর্ম।
এছাড়া এই পরিবারের একজনের নামে ২০২২ সালে রমজান মাসে নবম শ্রেণীর ছাত্র কে বলতকারের অভিযোগও রয়েছে যা ততকালিন সময়ে বিভিন্ন মিডিয়ায় প্রচার ও মামলা হওয়ার প্রমান রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভুগীরা বলেন, আমরা এ ব্যাপারে দলের কাছে অভিযোগ করেছি,আমাদের কাছ থেকে বিকাশে টাকা চেয়েছে এটার কপথোকথন উপস্থাপন করেছি, বিকাশে টাকা সেন্ড করেছি এটার দলিল দেখিয়েছি, এদের অপকর্ম দৈনিকে নিউজ ছাপা হয়েছে। তার পরেও তাদের অপকর্ম কমছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএন’পি নেতা বলেন, ৫ তারিখ পরবর্তি সময়ে অসংখ্য অপকর্মের অভিযোগে অভিযুক্ত এই বিতর্কিত পরিবারটি কে এখনো পযন্ত বিএনপির মধ্যে থেকে কে বা কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও তাকে ইউনিয়ন সার্চ কমিটিতে অন্তরভুক্ত ও সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করেছে। এ ঘটনায় ত্যাগী পরিক্ষিত কর্মীগণ হতাশ ও জনসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে সুবিধা জনক অবস্থায় চলে যেতে পারে এই সেন্টারে বিরোধী পক্ষ। এতে দল ক্ষতির মধ্যে পড়তে পারে। এব্যাপারে আমরা দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছি।#