শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনায়” আলোয় আলোয় আলোকিত হোক পৃথিবী” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা ১৯৯তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ১ নভেম্বর নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা ২০ অক্টোবর সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন, খুলনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম জাহের ডাবলু। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।
আলোকিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। এ সময় আরো উপস্থিত ছিলেন মেঠো কবি মফিদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব এস এম নাজমুল হাসান, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, শেখ গোলাম রসুল খোকন প্রমূখ।
আগামী ১ নভেম্বর, শনিবার দিনব্যাপী নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু প্রথম রেজিষ্ট্রেশনের টাকা প্রদান করে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ সূচনা করেন। নতুনতারা পরিবারের কার্যক্রমের প্রতি অনুপ্রাণিত হয়ে সদস্য পদ গ্রহণ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম জাহের ডাবলু।#