স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমেথ কোম্পানীতে কর্মরত আনোয়ার আহমেদ (৬০) নামে এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড় এলাকার হাবিবুর রহমানের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ঐ কোম্পানিতে নয় বছর ধরে কর্মরত ছিলেন।
থানাপুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়া বাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আনোয়ার আহমেদ বিগত এক বছর ধরে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ. স. ম. আব্দুন নূর জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এটি পাওয়ার প্লান্টের মতো স্পর্শকাতর এলাকার ঘটনা। লাশের সুরুতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#