বাঘার মাদক সম্রাট শহিদুল গ্রেফতার
-
প্রকাশের সময় :
শুক্রবার, ২৭ মে, ২০২২
-
২০৮
বার এই সংবাদটি পড়া হয়েছে
# হাবিল, বাঘা, রাজশাহী থেকে…………………………..
রাজশাহীর বাঘায় মাদক সম্রাট ৭ মামলার আসামী শহিদুল ইসলামকে(৪৭) কে অবশেসে পুলিশ গ্রেফতার করেছে। (২৫ মে) গভীর রাতে নিজ বাড়ী থেকে আটক করা হয়।শহিদুল ইসলাম বাঘা পৌরসভার ২নং ওয়ার্ড পাকুড়িয়া গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজুর ঝটিকা অভিযানে গভীর রাতে এসআই স্বপন,এসআই হেলাল,এসআই শফিক,এএসআই আঃরহিম,এএসআই মিজান,এএসআই আতাউরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে মাদকের ডিলার মাদক সম্রাট শহিদুলের বাড়ীতে হানা দিয়ে ৫ শ’টি ইয়াবা,২০ গ্রাম হেরোইনসহ দেশীও অস্ত্র ২টি হাসুয়া এবং ১টি চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলায় মাদকের ডিলার শহিদুল নামে পরিচিত।
শহিদুল ও তার লোকজন সরাসরি ভারত হতে দৈনিক হাজার হাজার বোতল অবৈধ ফেন্সিডিলসহ অন্যান্য মাদক আমদানী করে এক চেটিয়া রামরাজত্ব কায়েম করে চলেছে। সে দীর্ঘদিন থেকে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত বলেএলাকাবাসি ও পুলিশ জানিয়েছে।এভাবে বিপুল পরিমাণ মাদকের চালান অব্যাহত থাকার ফলে এলাকাবাসি চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। এত করে এলাকার ও সমাজিক পরিবেশ দারুনভাবে কলুসিত হচ্ছে।
মাদক ডিলার শহিদুল শুধু বাঘা-চারঘাট নয় গোটা দেশে মাদক সরবরাহ করে দেশের যুবসমাজকে বিপথে ধাবিত করছে।স্কুল-কলেজের ছাত্রসহ বিভিন্ন পেশার যুব সমপ্রদায় আজ বিপদগামী হয়ে পড়েছে।আর এযুব সমাজই দেশের উন্নয়নের একমাত্র শক্তি।মাদকের ফলে যুব শক্তি আজ অকার্যকর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাঘা-চারঘাটসহ দেশের সচেতন ব্যক্তিরা যুব সমাজকে রক্ষার পক্ষে।এলাকাবাসি মাদক সম্রাট শহিদের উপযুক্ত শাস্তি দাবি করছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু জানায়, শহিদুল ইসলামের বিরুদ্ধে আগের ৭ টি মামলা রয়েছে।বুধবার রাতে আটক করা হয়।বৃহষ্প্রতিবার(২৬ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#
এডিট: আরজা/২
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ