আব্দুল বাতেনঃ ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “দেশের ব্যাংকিং সেক্টরে নিয়োগে স্বজনপ্রীতি ও আঞ্চলিক একচ্ছত্র প্রভাব মেধাবী প্রার্থীদের প্রতি চরম অবিচার। আমরা চাই—দেশের প্রতিটি ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ হোক।” তারা দ্রুত সময়ের মধ্যে এ ধরনের বৈষম্যমূলক নীতি বাতিল করে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।#