# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ইসলামী ব্যংকে অবৈধভাবে নিয়োগ হওয়া অদক্ষ কর্মকর্তাদের বরখাস্ত ও এস আলম গ্রুপের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার হওয়া টাকা ফেতের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক নজিপুর শাখার প্রধান ফটকের সামনে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক ও ডিপোজিটার্সদের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও নজিপুর সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রোপ্রাইটর হারুনুর রশিদ, ইসলামী ব্যাংক কর্মচারী-গ্রাহক ঐক্য পরিষদ (আইডব্লিউবি)’র পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ব্যাংকের গ্রাহক ও জামায়েত নেতা আকতার ফারুক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি বিশ্বাস ও আস্থার প্রতীক। অথচ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ব্যাংকের নীতি-নৈতিকতা ভেঙে ফেলে নিজেদের স্বার্থে কাজ করেছেন। এতে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আমানতকারীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে। অবিলম্বে এসব অনিয়মে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের জন্ম জনগণের হালাল উপার্জিত অর্থের ভিত্তিতে। এটি কোনো ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বরং জনগণের আস্থা ও ত্যাগের ফসল। কিছু অসাধু ব্যক্তি সেই ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। বক্তারা ইসলামি অর্থব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা বন্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।#