# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মানুষের কল্যানে কাজ করে দ্যোতি ছড়াচ্ছেন সুপ্রিম কোর্টের তরুন আইনজীবী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান এডভোকেট জুয়েল আজাদ। ছাত্র জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি জনকল্যান এবং আর্তমানবতায় নিজেকে বিলিয়ে দিয়েছেন এই তরুন আইনজীবী। শুধু নিজের ভোগ বিলাসিতার কথা চিন্তা না করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
জানা যায়, এড. জুয়েল আজাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম শামসুদ্দিন আহাম্মেদ। তিনি রূপগঞ্জে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন সিদ্ধিরগঞ্জে। আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্স করেছেন নর্দান বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন এর সিনিয়র যুগ্ম সম্পাদক হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সরকারি-বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শক এবং আইনজীবী হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন।
আরো জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ভূমিকা রেখেছেন। মাদকবিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, নারায়গঞ্জ থেকে সিনেমার অশ্লীল পোস্টার নিষিদ্ধ করণ এবং গরিব মানুষকে খাদ্য-বস্ত্র দিয়ে সহায়তাসহ আধুনিক সমাজ ব্যবস্থায় রেখেছেন ভূমিকা। অসহায় মানুষকে স্বল্পমূল্যে আইনগত সেবা প্রদানেও তিনি রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
তিনি নারায়গঞ্জ পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন সেলিম টাওয়ারে লিফটের-৩ এ বুধবার, বৃহস্পতিবার ও শনিবার এবং সুপ্রিম কোর্ট বার ভবনের রুম নং ৩০২৮, হাইকোর্ট চেম্বারে রবি, সোম এবং বুধবার বসেন।#