# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় টিএসবি ইউনিয়ন জাকের পার্টি ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে ৪ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে পার্টির দাওয়াতী জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা-৪ আসনের জাকের পার্টির কান্ডারি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খুলনা জেলা জাকের পার্টির সভাপতি ও টিম প্রধান শেখ আনছার আলী। টিএসবি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় পরিষদের সদস্য ও খুলনা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক যুগ্ম টিম প্রধান মো. ইয়াসির আরাফাত, খুলনা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক টিম সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জাকের পার্টির সহ-সাধারণ সম্পাদক টিম সদস্য ইফতেখার আল মামুন সুমন, জেলা জাকের পার্টির সদস্য মো. রিদওয়ানুর রহমান সিমিন প্রমূখ।
জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশক্রমে খুলনা জেলার সকল উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার, লক্ষ্যে জাকের পার্টির দাওয়াতী জনসভা ও র্যালী ২০ সেপ্টেম্বর হইতে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।#