1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাকসুর নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, ভোট গণনা চলছে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায়  পাশের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ , ৩৫ কলেজে কেউ পাশ করেনি  অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেইঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  নাচোলে দু’ গ্রুপের সংঘর্ষে   জোড়া খুনের ঘটনায় এলাকায় গভীর শোক  রূপসায় জলবায়ু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন বাঘায় শিক্ষকদের-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে মানবন্ধন শিক্ষক–কর্মচারীদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে গোদাগাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  আত্রাইয়ে বন্যার বিলের পানি কমায় ছিপ বড়শি দিয়ে মাছ ধরার ধুম পড়েছে

কুষ্টিয়ার উজানগ্রামে বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রামে সামাজিক আধিপত্ত্য কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০১ অক্টোবর) ভোরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে হালিম,ছলিম,মোস্ত,বাক্কা,সাইফুল সর্দ্দার, মিল্টন,ইয়ার আলী,চয়েন মন্ডল, জামাল, এবং নিজাম উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মিল্টন সেখ জানান, বুধবার ভোরে পার্শ্ববর্তি ঝাউদিয়া ইউনিয়নের কয়েক-শ লোক দেশীয় অস্ত্র নিয়ে উজানগ্রাম প্রবেশ করে। নিজাম উদ্দন জানান, আমার দুইটি পিক-আপ গাড়ি আমার বসত বাড়ির পার্শ্বে ছিল গাড়ি ২টি হামলা চালিয়ে ভাংচুর করে যায আনুমানিক ক্ষতি প্রাই দু-লক্ষ টাকা।

শরিফুল সর্দ্দার জানান, আওয়ামীলীগ দোসর গ্রাম অস্থিতিশীল করতে আতা-হানিফের আস্তা ভাজন, বদরুল আলম আন্টু, আক্কাচ, হাসমতসহ তার দলবল অন্য গ্রাম থেকে লোকজন ভাড়া করে এই গ্রামে মাডার করার চেষ্টা করছে। প্রায় অর্ধশত বাড়িতে হামলা ও মালামাল ভাঙচুর করে। সেই সাথে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, নিয়ে যায়।

তিনি জানান, গ্রাম্য দলাদলি থাকায় প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিপক্ষ আওয়ামী আতা- হানিফের , দোসর বদরুল আলম আন্টু, ওয়ার্ড আওযামীলীগে সভাপতি আক্কাচ আলী, হাসমত,হিসাব,এর নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন এসে এ হামলা চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। সমাজের ছোট ছোট বিষয় নিয়ে সামাজিক শক্তির লড়ায়ে এই ধরনে ঘটনা ঘটেছ।

তবে সরোজমিন ঘুরে জানাযায়, উজানগ্রাম মাঠে ফুটবল খেলা,দোকান কেনা-বেচা, সামাজিক দল ভাঙ্গা-ভাঙ্গি,এবং সামাজিক ভাবে সম্মনের ক্ষুন্ন হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে প্রতিপক্ষরা জানান সামাজি বিরোধ রয়েছে। এ কারণে হামলার বিষয়টি আমাদের ওপর চাপানো হচ্ছে। এ হামলা ও লুটপাটের সঙ্গে আমাদের কেউ জড়িত নেই।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট