# রূপসা প্রতিনিধিঃ বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রত্যক সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে কারন ধর্মীয় শিক্ষার মাধ্যমেই প্রতিটা সন্তান তার ধর্মের প্রতি আকৃষ্ট হয়। দেবী দুর্গার আগমন ঘটেছিলো অশুভ শক্তির বিনাশ করার উদ্দেশ্য। সনাতনী ইতিহাস মতে যখন পৃথিবীতে অশুভ ও অসুর শক্তির আবির্ভূত ঘটে তখন সেই অপশক্তিকে রোধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে দেবতাদের মুক্ত করতে দেবী দুর্গার আগমন ঘটে।
তিনি বলেন বাংলাদেশে যে সমস্ত অপশক্তি দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদের অপশক্তিও রুখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শক্তি সঞ্চয় করতে হবে। তিনি আজ ৩০ সেপ্টেম্বর দুপুরে রূপসা উপজেলার তিলক কুঁদীর বটতলা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠান চন্ডীপাঠের মাধ্যমে শুরু করেন পরিতোষ কুমার দত্ত। সভায় তিলক কুঁদীর বটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মো: আবু সাঈদ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও শুভেচ্ছা বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, আছাফুর রহমান,মোল্যা রিয়াজুল ইসলাম,জেলা মহিলাদল নেত্রী শাহনাজ ইসলাম,বিএনপি নেতা রবিউল ইসলাম রবি,রয়েল আজম,ইলিয়াস হোসেন,আনসার আলী বিশ্বাস,খান এসএম এ মালেক,আনোয়ার হোসেন,মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম,আজিজুর রহমান,মিকাইল বিশ্বাস, ফিরোজ মাহমুদ,শাহ আলম ভূইয়া,মাসুম বিল্লাহ, আজিজুল ইসলাম নন্দু,শামীম হাসান,রূপসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ পাল,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান বেলাল,বনি আমিন সোহাগ,মাসুদ খান, যুবদল নেতা মুন্না সরদার,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,জাহিদুল ইসলাম রবি,আরিফ মোল্যা,জহিরুল হক শারাদ,বাবুল শেখ, তরিকুল ইসলাম রিপন,খান ওলিয়ার রহমান, মিসকাত মোল্যা,ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ,জাহাঙ্গীর হালদার,টিটো জমাদ্দার,মনিশংকর রায়,দেবপ্রসাদ পাল,মলয় দাস,পরিতোষ দত্ত,মলয় ঘোষ, প্রশান্ত সাহা,সাবেক ছাত্রনেতা শামীম মোল্যা,বলরাম নন্দী, দানিশ আরশাদ,আকতার শেখ,তাপস কুমার দেব, শিবপদ দাস,বিজন দত্ত,মিঠুন চক্রবর্তী,মুকুল পাল,তপন দাস, রামপ্রসাদ শীল,রতন কুমার শীল, রাকিব আহাদ, মাসুম,মাহবুব খান,ইব্রাহিম প্রমূখ।
এরপর তিনি রূপসার নৈহাটি কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দিরে দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নৈহাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে। তারপর তিনি রূপসার দেবীপুর, তালতলা, তালতলা উত্তরপাড়া, কাজদিয়া সাহা পাড়া,আলাইপুর বাজার সহ আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।#