শাহাদাৎ হোসেন খোকন/ স্টাফ রিপোর্টার,/ সুমা, গাইবান্ধাঃ ঠিকাদার মোঃ আনারুল ইসলাম রানাগাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা খাঁমার দশলিয়া আলিম মাদ্রাসার নির্মাণাধীন প্রকল্পে ব্যাপক নয়ছয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ প্রকল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সে মোতাবেক ঠিকাদার মোঃ আনারুল ইসলাম রানা ভবন নির্মাণ কাজ করছেন দায়সারাগোছের। নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনরূপ নির্দেশাবলী না মেনে নিজের ইচ্ছেমত কাজ করছেন বলে অভিযোগ। ভবন নির্মাণের আগেই এসম্পর্কীত কাজ সম্পর্কেই অবহিতকরণ তথ্যসম্বলিত সাইন বোর্ড টাঙানোর নির্দেশ থাকলেও তিনি তা করেননি। বিধি মোতাবেক কাজ না করায় নির্মাণাধীন প্রকল্পের কাজ বন্ধ করা হোক বলে অনেকের দাবি।
এলাকাবাসির অভিযোগ, ভবন নির্মাণে নিম্ন মানের রড সিমেন্ট ব্যাবহার করে তিনতলা ভবনের বারোটা বাজানোর পায়তারা করছে উক্ত ঠিকাদার। এ অনিয়ম ও দুর্নীতির সঙ্গে খামার দশলিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ জয়নাল আবেদীন জড়িত রয়েছেন বলে একটি বিশ্বত সূত্র জানিয়েছে। অথচ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল বিভাগ এখন পর্যন্ত কাজের কোন তদারকি করছে বলে জানা যায়নি।
এলাকাবাসি কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা ,মাননীয় আইন উপদেষ্টা, জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর উপজেলা নির্বাহী অফিসার সাদুল্যাপুর, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখিত আবেদন করেছে। তারা উক্ত সকল অনিয়ম ওদুর্নীতির তদন্ত করে বিহিত ব্যবস্থার দাবি জানিয়েছে। সে সাথে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছে এলাকাবাসি।#