মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার গাবতলি গৈয়দারটেক বাজারের ঢাকা কার ওয়াশ হযরত আলী শিক্ষা ভবনের নিচতলায় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় আল খিদমাহ ন্যাচারাল কেয়ারের উদ্যোগে ইমামদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন আল খিদমাহ ন্যাচারাল কেয়ারের চেয়ারম্যান মুফতি মোঃ জহিরুল ইসলাম। প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন ইমাম অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, এর আগে টানা তিন মাস অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আরও তিন মাস প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইমামরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে উপকারে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।#