# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ নজিপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ চত্বরে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসা: কোহিনুর সুলতানা এর সভপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর কবির, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আকতারুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম সহ অন্যান্য বিভাগের বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, নতুন পুরাতন শিক্ষার্থী বৃন্দ প্রমূখ।#