বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিক্রির জন্য বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জনের বসত বাড়ী পুড়ে আনুমানিক ১৫ রাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার(১০সেপ্টেম্বর’২৫) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারগুলো বাড়ির কাজে ও থ্রিহুইলার চালকদের কাছে বিক্রির জন্য রাখা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পৌছার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১ টি ইউনিট ও স্থানীয়রা ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। আগুনে-ওই গ্রামের আমির হোসেন মিস্ত্রি’র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮) এর বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান,আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দিয়েছেন। শাম্মী আক্তার জানান,আগামীকাল বৃহসপতিবার(১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ থেকে ঢেউটিন দেওয়া হবে। এছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। #