শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার রূপসায় উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও দূর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক রচনা প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২৭ আগষ্ট বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷
খুলনা জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা দূর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন,রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএ আনোয়ার- উল-কুদ্দুস।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ খায়রুল আলম লাভলু। উক্ত সভা পরিচালনা করেন, শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল ও রূপসা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার এরশাদুল গনী, প্রভাষক মোঃ সিহাব উদ্দীন শেখ, ওবায়েদ ফারাজী, রূপসা প্রেস ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, শিক্ষক শামসুর রহমান, নৃপেন্দ্রনাথ রায়, সীমা বর্ধন, মিল্টন বিশ্বাস, বিপ্লব সরদার, আঃ সালাম, আব্দুল্লাহ আল মামুন, ডাঃ শফিকুল ইসলাম, সাংবাদিক নাহিদ জামান, মোঃ আখতার খান, আনোয়ার হোসেন, শিক্ষার্থী দিশা মজুমদার, স্নেহা, মোঃ ফয়সাল, সৌমজিৎ বিশ্বাস।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে প্রথম স্থান অর্জন করে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সৌম্যজিৎ বিশ্বাস,দ্বিতীয় স্থান অধিকার করেন কমরেড রতন সেন বিদ্যালয়ের তাহেরা জেরিন মুন,তৃতীয় স্থান অধিকার করেন শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের স্নেহা প্রমুখ।#