মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার মডেল টাউনের পাশে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল দলের আট সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আট সেনা সদস্যই আহত হন। তাদের মধ্যে জুয়েল রানার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালককে হেফাজতে নেয়। বর্তমানে সে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আতাউর রহমান। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#