# মো: ফাইসাল ইসলাম সরকার : আত্রাইয়ে লাইব্রেরীতে টিফিন সময় বসে বই পড়লেই মিলছে সবার নাস্তা নওগাঁর আত্রায়ের বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছনি সরকারের উদ্যোগে ও আয়োজনে অত্র বিদ্যালয়ের লাইব্রেরিতে আজ সোমবার (২৫/৮/২০২৫ ইং) স্কুল টিফিন সময়ে বসে যেসব পাঠক বই পড়ছে তাদের প্রত্যেককে দুপুরে নাস্তা দিয়েছেন শিক্ষক ছনি সরকার।
এ ব্যাপারে শিক্ষক ছনি সরকার বলেন, টিফিন সময় শিক্ষার্থীরা এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করে। এ সময়ে যদি তাদের লাইব্রেরীতে বই পড়ায় মনোযোগী করা যায় তাহলে তারা অবসর সময় মূল্যবান কাজে লাগিয়ে বই পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবে। তাই শিক্ষার্থীদের উৎসাহ করতে এবং টিফিন টাইম বই পড়তে উদ্বুদ্ধ করতে তাহাদের জন্য দুপুরের খাবার আয়োজন করেছি। এ ধারা চলমান থাকবে বলে তিনি জানান।#