1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানিতে মোট ১৪০টি অভিযোগের মধ্যে ১০৫টির শুনানি অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা আজ শনিবার এই গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, সমাজে অসংগতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হলেও সেবা গ্রহিতাদের সচেতনতা এবং সেবাদাতাদের আন্তরিকতায় দুর্নীতির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মচারীদের নিজের এবং দেশের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুদক কমিশনার সতর্ক করেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না, আজকের গণশুনানিই তার বড় প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক।

গণশুনানিতে ৩৬টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে গৃহীত অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত হওয়ায় ১০৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩২টি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান শুরুর নির্দেশ, ২৬টি অভিযোগ বিভাগীয়ভাবে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ, ৩৪টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান এবং আদালতে বিচারাধীন থাকায় ৩টি অভিযোগের সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়নি।

দুদকের কর্মকর্তারা জানান, এ ধরনের গণশুনানি দুর্নীতির বিরুদ্ধে জনগণের আস্থা তৈরি করে এবং সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট