মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আওয়ামী লীগের দুই কর্মী মোহাম্মদ গোলাম রাব্বানী (৩৪) ও মোসলেম উদ্দিন (৩২)কে বিভিন্ন বিল্ডিংয়ে আওয়ামী লীগের লিখন ও প্রচারণা চালানোর সময় আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন এবং এলাকাবাসী উভয়কে আটক করেন। পরে বিষয়টি তানোর থানা পুলিশকে জানালে, পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃতরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে পোস্ট করতেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান রাজনৈতিক মামলায় চালান দেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আটক অবস্থায় থাকবেন।#