# আশিক,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সকাল সাড়ে এগারো’টায় বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন শ্রেণির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ পূর্ব সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সামা।
বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি শামসুদ্দিন কারিগর, জিসাস বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দল বাগমারা উপজেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মো ইমরান হোসেন, আউচপাড়া ইউনিয়ন তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলমগীর (আলম) , ছাত্রদল নেতা ফিরোজুল ইসলাম অমি, সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা জায়গায় ১ লক্ষ ফলদ ও বনজ বৃক্ষ রোপণের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছি। আর অল্প কিছু বৃক্ষরোপণ করলে আমরা আমাদের টার্গেট ফিলআপ করতে পারবো। আমরা বাগমারাকে সবুজ বাগমারায় রূপান্তরিত করতে চাই।#