1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত

আত্রাইয়ে দীর্ঘদিন ধরে ইউএনও-এসিল্যান্ড পদ শুন্য, কাঙ্খিত সেবা মিলছেনা  

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ড পদ শুন্য থাকায় কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। দীর্ঘ অপেক্ষার পরও অনেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯ মাস ধরে এসিল্যান্ড এবং দুই মাস ধরে ইউএনও’র পদ শূন্য রয়েছে। গত বছরের ৩০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন  এবং উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন গত ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদদু’টি শূন্য হয়ে যায়। বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এ দু’টি পদ ছাড়াও অফিসের অন্যান্য বেশ কিছু পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও ভূমি সেবায় দেখা দিয়েছে চরম স্থবিরতা।

জমি খারিজ নামজারিসহ জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে মাসের পর মাস সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরী প্রয়োজনে জমি বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। তারা তাদের জমি খারিজ করতে দীর্ঘ বিলম্ব হওয়ায় কাঙ্খিত প্রয়োজন মেটাতে পারছেন না বলে অনেকে অভিযোগ করেন।

সেবাগ্রহিতা কাজেম হোসেন বলেন, আমি একটি নাম জারির জন্য আবেদন করেছিলাম। কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হচ্ছে। সাংসারিক গুরুত্বপূর্ণ কাজ রেখে দিনের পর দিন ভূমি অফিসে এসেও কাজ হচ্ছেনা। অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও তার সুফল মিলছেনা।

আত্রাই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (পারভেজ) বলেন, ইউএনও এবং এসিল্যান্ড পদ ফাঁকা থাকায় প্রয়োজনীয় সংখ্যক জমির নামজারি হচ্ছে না। আর নামজারি না থাকায় প্রয়োজনে মানুষ জমি বিক্রয় করতে পারছেন না। এতে জমির ক্রেতা-বিক্রেতা ও মুহুরীরা চরম বিপাকে পড়েছেন উল্লেখ করে দ্রুত সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আত্রাই উপজেলার দায়িত্বে নিয়োজিত রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, দুই উপজেলার দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনরুপ গাফিলতি নেই। তবে এক জন মানুষ দুই উপজেলার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সেবা দানে একটু আদটু সমস্যা থাকতে পারে। বেশ কিছু এসিল্যান্ডের ট্রেনিং চলছে। আশা করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে এখানে ইউএনও এবং এসিল্যান্ড নিয়োগ দিবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট