মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ড পদ শুন্য থাকায় কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। দীর্ঘ অপেক্ষার পরও অনেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯ মাস ধরে এসিল্যান্ড এবং দুই মাস ধরে ইউএনও’র পদ শূন্য রয়েছে। গত বছরের ৩০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন গত ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদদু’টি শূন্য হয়ে যায়। বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এ দু’টি পদ ছাড়াও অফিসের অন্যান্য বেশ কিছু পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও ভূমি সেবায় দেখা দিয়েছে চরম স্থবিরতা।
জমি খারিজ নামজারিসহ জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে মাসের পর মাস সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরী প্রয়োজনে জমি বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। তারা তাদের জমি খারিজ করতে দীর্ঘ বিলম্ব হওয়ায় কাঙ্খিত প্রয়োজন মেটাতে পারছেন না বলে অনেকে অভিযোগ করেন।
সেবাগ্রহিতা কাজেম হোসেন বলেন, আমি একটি নাম জারির জন্য আবেদন করেছিলাম। কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হচ্ছে। সাংসারিক গুরুত্বপূর্ণ কাজ রেখে দিনের পর দিন ভূমি অফিসে এসেও কাজ হচ্ছেনা। অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও তার সুফল মিলছেনা।
আত্রাই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (পারভেজ) বলেন, ইউএনও এবং এসিল্যান্ড পদ ফাঁকা থাকায় প্রয়োজনীয় সংখ্যক জমির নামজারি হচ্ছে না। আর নামজারি না থাকায় প্রয়োজনে মানুষ জমি বিক্রয় করতে পারছেন না। এতে জমির ক্রেতা-বিক্রেতা ও মুহুরীরা চরম বিপাকে পড়েছেন উল্লেখ করে দ্রুত সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
আত্রাই উপজেলার দায়িত্বে নিয়োজিত রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, দুই উপজেলার দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনরুপ গাফিলতি নেই। তবে এক জন মানুষ দুই উপজেলার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সেবা দানে একটু আদটু সমস্যা থাকতে পারে। বেশ কিছু এসিল্যান্ডের ট্রেনিং চলছে। আশা করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে এখানে ইউএনও এবং এসিল্যান্ড নিয়োগ দিবেন।#