মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার চারআনি বাজারের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শিবু দাস।
অভিযানে বাজারের আশপাশের জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের বাধা অপসারণ করা হয়। এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী একযোগে কাজ করেন।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “জনগণ ও প্রশাসনের যৌথ উদ্যোগেই যেকোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এই অভিযানে স্থানীয় বাসিন্দারা যে আন্তরিক সহযোগিতা ও শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও উন্নয়ন ও সমস্যা সমাধানে সবাই একইভাবে এগিয়ে আসবেন।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছিল। আজকের এই অভিযানের ফলে পানি নিষ্কাশনের পথ সুগম হওয়ায় সমস্যা অনেকটাই কমে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।#