নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে হাসপাতালে দেখতে গেলেন গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বুধবার (১৩ আগষ্ট) বিকেলে রাজশাহী জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাকির হোসেন তাঁকে দেখতে যান।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে দেখে বেরিয়ে আসার সময় গণমাধ্যমকে তরিকুল ইসলাম জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর ভায়ের নির্দেশে বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে দেখতে এসেছেন তিনি। তিনি বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব। রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি। সে হিসেবে আমরা কয়েকজন তার সাথে দেখা করতে এসেছি । আগের চেয়ে উনি অনেক ভালো আছেন। আশ্বস্ত হয়েছি। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী জেলা গণধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অশিম আলী , দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ শাওন, আব্দুস সালাম প্রমূখ।
উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে । রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের সময় তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়।#