মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য রেলি,শপথ বাক্য পাঠ,আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদ বিতরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার(১২ আগষ্ট)সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান,পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম,জনস্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া,যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবু সাঈদ ও যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারী সহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় যুব অধিদপ্তরের বিভিন্ন বিভাগ থেকে পাওয়া কারিগরি প্রশিক্ষণকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে নিজেদের আত্মসাবলম্বী করার প্রতি আহ্বান জানান বক্তারা। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ তার বক্তব্যে যুব উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষিত ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে বাস্তবমুখী দিকনির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।দেশের বেকার সমস্যাকে দূর করে বিভিন্ন কর্মসংস্থানের খাত সৃষ্টি করে আসছে যুব উন্নয়ন অধিদপ্তর।তাই নিজেদের বেকার না রেখে যুব অধিদপ্তরের বিভিন্ন কর্মমুখি প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেসহ আরো বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে মনযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ শেষে উপজেলার ১০জন পুরুষ ও ১৫জন মহিলাদের মাঝে যুব ঋণের ৩ লাখ ৫০হাজার টাকার চেক এবং যুব অধিদপ্তর থেকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়।#