1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত নতুনতারা সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ ‎ তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায় পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে উদ্যোক্তা একেএম শামসুল ইসলাম উজ্জ্বল চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ‎ শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা চারঘাটে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা, পরিবারে শোক

কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর আলোচিত ঠিকাদার ও হুন্ডি ব্যবসায়ী ‘মুকুল’

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো : মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর আলোচিত ও বিতর্কিত ঠিকাদার এবং কথিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুলকে (৪৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাজশাহীতে ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি মুকুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মোখলেসুর রহমান মুকুল স্থানীয়ভাবে ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। এক সময় ছোট পরিসরে মুদি দোকান চালালেও বর্তমানে তিনি রাজশাহী অঞ্চলের অন্যতম বিত্তশালী ও আলোচিত ঠিকাদারে পরিণত হয়েছেন। হুন্ডি ও অর্থপাচারে জড়িত থাকার অভিযোগ ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তৎকালীন পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো গোপন প্রতিবেদনে দেশের শীর্ষ হুন্ডি কারবারিদের একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকায় রাজশাহীর পক্ষ থেকে দ্বিতীয় নাম ছিল মুকুলের।প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারে জড়িত।

তথ্যসূত্র জানায়, ভারতের গরু পাচার চক্রের হোতা এনামুল হকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এনামুলের পাঠানো এক হাজার রুপির অর্ধেক আত্মসাৎ করেন মুকুল—এমন অভিযোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হয়। ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা স্থানীয়দের অভিযোগ, মুকুল দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলে ব্যবসা সম্প্রসারণ করেছেন। অবৈধ টাকাকে বৈধ করতে তিনি ঠিকাদারি ব্যবসায় নাম লেখান। রাজশাহী সিটি করপোরেশনে গত কয়েক বছরে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্পে কাজ করেন মুকুল। তবে এসব প্রকল্পে অনিয়ম ও লোকসানের অভিযোগ তুলেছেন স্থানীয় অনেক ঠিকাদার। বালুমহালের ইজারা ও বিতর্ক সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বালুমহালের ইজারাও লাভ করেন মুকুল।

আত্মগোপনে থাকাকালেও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি ওই ইজারার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে রাজশাহীতে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভ দেখা দেয়। আইনি প্রক্রিয়া ওসি ইলিয়াস খান বলেন, “গ্রেপ্তার মুকুলকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে কক্সবাজার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” এ ঘটনায় রাজশাহীতে রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট