বিশেষ প্রতিনিধি : আগামী ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের একজন নুরুজ্জামান খান মানিক। তিনি বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) থেকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে অনেকেই মতামত ব্যক্ত করে লিখেছেন,নুরুজ্জামান খান মানিক একজন সমাজ সেবক। মসজিদ মাদ্রাসা,এতিমখানাসহ দুস্থদের কল্যাণে আগে থেকেই কাজ করছেন। আন্দোলন সংগ্রামে অংশগ্রহন ও সহযোগিতার মাধ্যমে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার মানুষের কাছেও তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ক্লিন ইমেজের একজন সৎ যোগ্য অভিভাবক দরকার বলে মনে করে আব্দুল হালিমসহ এলাকার লোকজন বলেছেন, যাকে ঘিরে বাঘা-চারঘাটের মানুষ আশার আলো দেখবে।
দলীয় সুত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি থেকে যে দু’জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল তাদের একজন ছিলেন- নুরুজ্জামান খান মানিক, অপরজন জেলা বিএনপি’র আহ্বায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। ২০০৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মানিক খান। রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মানিক খান, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
ছাত্রজীবনে ছাত্রদলের কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। কর্মজীবনে চাকরি বাদ দিয়ে ব্যবসার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। একান্ত আলাপচারিতায় নিজের যোগ্যতা তুলে ধরে তার অভিমত ব্যক্ত করে বলেছেন, আমি এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি মাটি ও মানুষের পাশে থাকতে চাই। আমি রাজনীতি করি মানুষের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণের জন্য। হেভিওয়েটের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মানুষকে মামলার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার রাজনীতি প্রত্যাশা করিনা। জনগনের প্রত্যাশা পূরণে তারাই আমাকে রাজনীতিতে বেশি উৎসাহিত করেছে। দলের নেতা-কর্মীদের মতো আমিও মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে কাটিয়েছি।
তিনি বলেন, সকলের ঐক্যের কারণে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে ভেতর এবং বাইর থেকে ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। স্বৈরাচাররা বসে নেই, তারা ওঁৎ পেতে আছে। ‘দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশে চলমান অস্থিরতা দূর হবে।’ নির্বাচিত সরকার না হলে দেশের অর্থনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না বলেও মন্তব্য করেন মানিক খান।
তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে এই জনপদের উন্নয়নে কাজ করছেন। আগামী নির্বাচনে দলকে রাজশাহীর-৬ আসন উপহার দিতে চাই। তবে দলীয় নির্দেশনার বাইরে যাবোনা। যোগ্য মনে করে দল যাকে মনোনয়ন দিবেন আমি তার হয়েই কাজ করবো।#