মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৩ আগস্ট ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন মো. তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ।
অভিযান চালানো হয় শিবগঞ্জ পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর এবং কানসাটের আব্বাসবাজারে। অভিযানে মাদকসহ আটক করা হয় তিন ব্যক্তিকে। পরে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে প্রায় ৩ কেজি পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদক সংশ্লিষ্ট অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি গ্রহণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর জানিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন, “মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।#