চেতনায় রবে তুমি
এস, এম,মনিরুজ্জামান আকাশ প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর, পাবনা।
(সুত্রঃ পাবনা-৩ এলাকার স্বাধীন বাংলাদেশের প্রথম “এম পি” প্রয়াত “অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী” স্যারকে উৎসর্গীত)
তুমি অতি প্রাণবন্ত চির যৌবনে- বাসনা-সাধনা ছিল তব মানব কল্যানে, ধ্যান-ধারনা যাচিত ছিল দেশ প্রেমে- তোমার জীবন দর্শনে তা আজও জমে ।
চিন্তা চেতনা প্রজ্ঞায় ছিল জন কল্যান- এ যেন প্রকৃতির প্রতি তোমার দান, তুমি জাগ্রত ছিলে মুক্তির স্লোগানে- স্পর্শিত পদ চিহ্ন তোমার বাস্তবে টানে।
প্রেরণা পাই হাটলে সে মেঠো পথে- হেটেছো তুমি খালি পায়ে যে পথে, তোমার চাওয়া স্বপ্ন সাধ আহলাদ- করে উদাসী মন বসন্তে পুর্ণ করে সাধ।
তুমি স্বর্গবাসী হয়েছো জানি কৃতকর্মে- আছো বেঁচে থাকবে আপন প্রিয় ধর্মে, রাখব ধরে তোমার আদর্শ পথ চলতে- রুখতে পারবেনা কেউ তোমার কথা বলতে।
তুমি ছায়া হয়ে থেকো প্রেরণায়- তোমার স্বপ্ন লালন করব বাসনায়, ছিলে-আছো-রবো চেতনায় শুধু তুমি- তোমার শুন্যতায় ধুঁ-ধুঁ চলনবিলের বেলা ভুমি…… (তাং ০২_০৮_২০১৭ ইং মহকক,ফৈলজানা, চলনবিল,পাবনা)।