মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাঁড়াশি অভিযানে চাঁদাবাজি, মাদক, ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য অপরাধে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলেন, বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়া এলাকার আব্দুল গাফফারের ছেলে মো. রাশেদুল ইসলাম রাসেল (৩২), রাজপাড়া এলাকার মো. শাহআলমের ছেলে মো. সুমন (৪০), এবং একই এলাকার গাজীর শেখের ছেলে মো. আনিন (৩৫)।
এছাড়া, পৃথক মামলায় আরও ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত, ২ জন মাদক মামলার আসামি এবং ৯ জন বিভিন্ন মামলায় অভিযুক্ত। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির এক মুখপাত্র।#