1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় জলমহল ঘাটে চালককে গুলি করে স্পিডবোট নিয়ে গেছে দুর্বৃত্তরা হারানো ৫১টি মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দিল রাজশাহী জেলার পুলিশ সুপার গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: উজ্জ্বল বেকারী ও এক পাইকারি ব্যবসায়ীকে জরিমানা বাঘায় বিদ্যুতের পুলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং তানোর সাব-রেজিস্ট্রি অফিস থেকে ১১ লক্ষাধিক টাকা চুরি, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা  তানোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়, শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের করণীয় নির্ধারণে দৃঢ় বার্তা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি’র চিত্রাংকন প্রতিযোগিতা  তানোরে ৯১০ জন ছাত্রীকে ছাতা উপহার দিল পৌরসভা

রাজশাহীর বাঘায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২৮ জুলাই’২৫) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’২৫ এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করে।

সকাল সাড়ে ১০ টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি বলেন, জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে, চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। একই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,বাঘা উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে মোবাইল সার্ভিস ভ্যানে ফিজিওথ্যারাপি চিকিৎসা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান (আশাদ),কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মৎস্য অফিসার তহুরা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাদশা আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স (ব্রাদার ও সিসটার), উপজেলার দপ্তর প্রধান ও চিকিৎসা নিতে রোগী এবং স্বজনরা ।

উদ্বোধন শেষে ডিজিটাল পেসার যন্ত্রে রক্তচাপ পরীক্ষা করায়ে, হৃদরোগ বিশেষজ্ঞ এর নিকট প্রথম চিকিৎসা নেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। পরে ক্রমাগতভাবে আগত রোগীদের চিকিৎসাসহ ঔষধ প্রদান ও স্বাস্থ্য সচেতনতায় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত- হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রওশন কবির,মেডিক্যাল অফিসার ডাঃ নয়ন কুমার, ফিজিওথ্যারাপি চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান জানান,বিকের ৪টা পর্যন্ত পুরুষ-মহিলা ও শিশু মিলে মোট ১৫০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা জানান,৪টা পর্যন্ত নারি-পুরুষ মিলে মোট ৩২ জনকে ফিজিওথ্যারাপি চিকিৎসা দেওয়া হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট