# ফজলুল হক,ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়াতে লটারির মাধ্যমে উপজেলার বাঘবেড় ইউনিয়নের ভিডাব্লিউবি কার্ডের উপকারভোগীদের বাঁছাই করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আফরিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, প্রশাসনিক কর্মকর্তা মদিউর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বাঘবেড় ইউপির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, বাঘিেড় ইউনিয়নে ভিডাব্লিইবি কার্ডের জন্য ৯ ওয়ার্ড থেকে ৯৬৭ আবেদন করেছেন। এর মধ্যে নেয়া হবে ৫২৭ জন উপকারভোগী। এটি উন্মুক্ত লটারির মাধ্যমে এসব উপকারভোগীদের নির্বাচন করা হচ্ছে।#