মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭)। তিনি গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমিন এর সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্সসহ ভোর রাত ৩টা ২০ মিনিটে অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিয়াড়মানিকচক গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে দুইজন মাদক কারবারি। পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মোঃ নাজিমুল হোসেন ধরা পড়লেও, তার সহযোগী মোঃ জয়নাল কৌশলে পালিয়ে যান। পরে নাজিমুল হোসেনের ঘরের খাটের তোশকের নিচ থেকে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি জয়নালকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।#