মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাতাসে দুলছে হলুদ-সোনালু রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল। ফুটেছে ঐ সোনালী ফুল, প্রকৃতির কানে অপূর্ব দুল,কাঁচা সোনায় কোন সোনারু বানইলে,দেখতে সুন্দর মন কাড়ে থোকা থোকা বনবাদড়ে,এত সুন্দর রঙিন সাজে কে সাজাইলে।
কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যেই সোনালু ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন। হলুদ বরণ সৌন্দর্য মাতোয়ারা করে রাখে চারপাশ,খরতাপে চলতি পথে পথিকের নজর কাড়বেই। গ্রীষ্মের প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু উল্লেখযোগ্য। গ্রীষ্ম রাঙানো এ ফুল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি তার নামের বাহার- সোনালু, সোনাইল, সোঁদাল,বান্দরলাঠি ইত্যাদি,সোনালু ফুল সৌন্দযের্র সভা ছড়াচ্ছে।
সোনালু ফুল দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছে সমান গুরুত্ব বহন করে।#