নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দেয়ার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখেন তারা। এ সময় ওই এলাকায় প্রচÐ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি একদফা। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এসময় কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#