সাহিত্যে সাংস্কৃতি প্রতিবেদক. খুলনাঃ
খুলনার প্রাণ কেন্দ্রে ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজ এর নিচ তলায় খুলনা আর্ট একাডেমি অবস্থিত। ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা মিউজিক ক্লাবের আয়োজনে শিশুদের নিয়ে তিনটা গ্রুপে বিভক্ত করে চিত্রাংকন প্রতিযোগিতায় শহীদদের স্মরণে আলোচনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তারপর প্রতিযোগিতার উদ্বোধন হয়।
উদ্বোধন করেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু রাম প্রসাদ রায় সুমন। উদ্বোধনের পরে শিশুদের ছবি আঁকা পরিদর্শন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পরিষদ, খুলনা এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি সৈয়দ আলী হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক বাবু ধনঞ্জয় রায় এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব মোহাম্মদ মনির হোসেন।
প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, এবং সহযোগিতায় ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী শিল্পী প্রদীপ মন্ডল, শর্মী দেবনাথ, মোহনা আক্তার বিভা। প্রতিযোগিতায় তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয় ছিল শহীদ মিনার। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শুরুর ৪০ মিনিট পরে সকল অভিভাবকরা শিক্ষিকা রোজিনা আফরোজ,শিক্ষিকা রওশন জাহান,খুকু চ্যাটার্জী, মিনতি বৈরাগী,পুতুল ,নাইমা, দিলরুবা ফেরদৌসী , আঁখি রানী পাল, শিখা রানী দত্ত, সানজিদা খাতুন, তানিয়া আক্তার, কানিজ সবুরা,সারমিন জাহান,প্রিয়া রানী সরকার সবাই ২মিনিট করে প্রতিযোগিতা পরিদর্শন করার সুযোগ পেয়েছেন। অভিভাবকরা দেখে মন্তব্য করেন প্রতিযোগিতার সম্পর্কে প্রশংসা করেন ।
২৮ শে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় খুলনা আর্ট একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘোষণা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। #