1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

নাটোরের লালপুরে ১কেজি ২শ’৬০ গ্রাম হেরোইন ও ৪শ’বোতল ফেনসিডিলসহ আটক ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর……………………….

নাটোরের লালপুর হতে ১কেজি ২শ’৬০ গ্রাম হেরোইন ও ৪শ’ বোতল ফেনসিডিলসহ আটক ৩ জন যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

 

সোমবার(৮ আগষ্ট-২০২২) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে লালপুর থানার গোপালপুর এলাকায় গোপালপুর-বনপাড়া রাস্তায় র‌্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ডাম্পার ট্রাকের বালুর ভিতরে অভিনব কায়দায় লুকানো প্রায় কোটি টাকার ১কেজি ২৬০গ্রাম হেরোইন ও ৪শ’ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেন।

 

আটককৃতরা হলেন,নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে(গাড়ির মালিক) জয়নাল হোসেন (৪২),একই এলাকার ছাদত আলীর ছেলে(গাড়ির হেলপার)শরিফ মিয়া(৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন। এ সময় তাদের কাছে থাকা ১কেজি ২৬০গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

 

এ ব্যাপারে র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার মঙ্গলবার (৯ই আগষ্ট-২০২২)বেলা ১২ টার দিকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সংবাদ কর্মীদের জানান,আটককৃতরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাদক চোরা চালান করে আসছিলো। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর জেলার লালপুর হতে ১ টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে অভিনব কায়দায় বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঘটনাস্থলে পৌছে লালপুর থানাধীন গোপালপুর গ্রামস্থ রেল ক্রসিং এর আনুমানিক ২০০ গজ দূরে লালপুর হতে বনপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনার সময় ১টি সাদা-হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি ডাম্পার ট্রাকের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

 

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে,তারা সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপার। তারা সবাই সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। রাজশাহী-নাটোর হতে তারা মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ,কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এই মাদক পরিবহণ করে আসছে।

 

আটককৃতরা আরও জানান, অভিনব কায়দায় বালুর ডাম্পার ট্রাকের ভিতরে বালুর মধ্যে লুকানো অবস্থায় তারা এই সব মাদক পরিবহণ করতো মোটা অংকের টাকা লাভের আশায়। এর আগে বেশ কয়েকবার তারা এ রাস্তায় মাদক সরবরাহ করেছে। তাদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট